ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধন চলাকালে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার হাসিব প্রান্ত ও মানবজমিনের আব্দুল্লা আল মারুফ আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা তাদের তিনটি মোবাইল ফোন ও মাইক্রোফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন হামলার শিকার দুই সংবাদকর্মী।
রোববার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার দৈনিক মানবজমিনের প্রতিবেদক আব্দুল্লা আল মারুফ বলেন, ‘প্রেস ক্লাব এলাকায় আমরা নিউজ কাভার করতে আসি। এ সময় ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদের একটি মানববন্ধন কর্মসূচি চলছিল। আমরা সেখানে উপস্থিত হলে প্রায় একশ’ যুবক জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায়। সাংবাদিক পরিচয় দেয়ার পরও তারা আমাদের মারধর করে। এ সময় তারা আমার দুটি মোবাইল ফোন, মানিব্যাগ, আইডি কার্ড নিয়ে যায়।’
ইত্তেফাকের প্রতিবেদক হাসিব প্রান্ত বলেন, ‘তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। ওরা আমার আইফোন ইলেভেন প্রো, মানিব্যাগে ১০ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নিয়েছে। পুলিশের সামনে এই হামলার ঘটনা হলেও তারা নীরব ভূমিকা পালন করেছে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘প্রেস ক্লাব এলাকায় হামলার ঘটনায় আহত দুই সাংবাদিককে ঢাকা মেডিক্যালে চিকিৎসার জন্য আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়।’