বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজশাহী বিভাগীয় সমাবেশে নানাভাবে বাধা দিয়ে সরকার আমাদের ক্ষতি করতে চেয়েছে। কিন্তু এতে আমাদের কিছু লাভই হয়েছে।
রোববার সকালে রাজশাহীর একটি হোটেলে সম্মেলন পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মত-বিনিময় সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘সরকারের বাধার কারণে ৩ ঘণ্টার সমাবেশ তিনদিনের হয়ে গেছে। রাজশাহীতে সারা বিভাগের মানুষ এসে আশ্রয় নিয়েছে। রাজশাহীর মানুষ তাদের খাবার দিয়েছে, বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়িয়েছে। অনেকেই দল করে না কিন্তু আমাদের সহায়তা করেছেন। এতে আমাদের লাভই হয়েছে।’
তিনি জানান, রাজশাহীর ঈদগাহ মাঠে তিনদিন বিভিন্ন জেলার মানুষ একসঙ্গে অবস্থান করেছে। এক জেলার মানুষ আরেক জেলার খোঁজ নিয়েছে। একে অপরের খবর নিয়েছে। এতে তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটেছে।
এ ছাড়া সমাবেশকে বাধাগ্রস্ত করতে গিয়ে সরকারের আচরণ বিভিন্ন গণমাধ্যমের বরাতে সারা বিশ্ব জেনেছে বলেও দাবি করেন নজরুল ইসলাম খান।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সামরিক শাসন দেখেছি, গণ অভ্যুত্থান দেখেছি। কিন্তু এমন অভিজ্ঞতা হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন- রাজশাহীতে বাস ধর্মঘট হবে না। কিন্তু রাজশাহীতে হয়েছে। বিএনপির সমাবেশ শেষ হবার সঙ্গে সঙ্গে ধর্মঘট শেষ। এটা মানুষের সঙ্গে রসিকতা ছাড়া কিছুই না।’
এ সময় সমাবেশকে সামনে রেখে পুলিশের আচরণেরও সমালোচনা করেন বিএনপি নেতা।
মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন।