ঢাকার সাভারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের আলাদা তিনটি মামলায় পৌর বিএনপির সহ-সভাপতিসহ ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে তাদের মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয় বলে জানান সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) নয়ন কারকুন।
এর আগে গত শনিবার রাতে সাভার পৌরসভা ও হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকা থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাভার পৌর বিএনপির সহ-সভাপতি সোরহাব হোসেন, সাভার পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন ওরফে হাঞ্জলা, তেঁতুলঝোড়া ইউনিয়নের যুবদল নেতা মেহেদী হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজম খান ও সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের সভাপতি মো. মোশাররফ হোসেন উল্লেখযোগ্য।
সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুন বলেন, ‘বিস্ফোরক দ্রব্য আইনের তিনটি মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’