অগ্রহায়ণের ১৯ দিন কেটে গেলেও নগরীতে এখনও নামেনি শীতের প্রকোপ। তবে দেশের উত্তরাঞ্চল ও গ্রামগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে শীতের আমেজ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পৌষের শুরুতে (১৬ ডিসেম্বর) দেশের তাপমাত্রা কমতে থাকবে, জেঁকে বসবে শীত। তখন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
দেশে সর্বনিম্ন তাপমাত্রা রোববার সকাল ৬টা পর্যন্ত ছিল তেঁতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ছিল কক্সবাজারে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মধ্য ডিসেম্বরের পর থেকে অর্থাৎ পৌষের শুরু থেকে দেশের সব অঞ্চলের তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ নিউজবাংলাকে বলেন, ‘এখনও দেশের সব অঞ্চলের তাপমাত্রা একসঙ্গে কমতে শুরু করেনি। তবে এই মাসেই দেশে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। ডিসেম্বরের ২০ তারিখের পর এই শৈত্যপ্রবাহ অনুভূত হবে।’
তিনি বলেন, ‘আমাদের শীতের প্রধান মাস হচ্ছে জানুয়ারি। এর আগে ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হয় তাপমাত্রার পতন। এ সময় তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নামতে পারে। তবে সেটি ৮ থেকে ১০ এর মধ্যেই থাকবে। এরপর জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। তখন তাপমাত্রা নামবে ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে।
আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপে রূপ নিতে পারে। মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
আর জানুয়ারির পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ২ থেকে ৩টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে ২টি তীব্র শৈত্যপ্রবাহে (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে।
এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।