নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে শান্ত রায় নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সৈয়দপুর শহরের গোলাহাটে রোববার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
১৭ বছর বয়সী শান্ত শহরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি গ্রামের সাগর রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে রেলওয়ে পুলিশের সৈয়দপুর থানার পরিদর্শক শফিউল ইসলাম জানান, সকাল ৮টার দিকে চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায় শান্ত। মরদেহ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে মৃত্যুর পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করার কথা উল্লেখ করা আছে।
চিরকুটটি আমরা যাচাই বাছাই করে দেখছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং হাতের লেখা যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।