বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জালে আটকা শত শত জেলিফিশ

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২২ ১৩:১৬

এসব জেলিফিশ রোববার সকালে জেলেদের টানা জালে আটকে মারা পড়েছে। শনিবারও একই স্থানে কয়েক শ জেলিফিশ ধরা পড়ে ছিল। এ ছাড়া সমুদ্রসৈকতের কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানীতে ভেসে আসছে মরা জেলিফিশ।

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্ট উপকূলে আবারও শত শত জেলিফিশ ধরা পড়েছে।

রোববার সকালে এসব জেলিফিশ জেলেদের টানা জালে আটকে মারা পড়েছে। শনিবারও একই স্থানে কয়েক শ জেলিফিশ ধরা পড়েছিল। এ ছাড়া সমুদ্রসৈকতের কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানীতে ভেসে আসছে মরা জেলিফিশ।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে আটকা পড়ে এসব জেলিফিশ মারা পড়ছে।

এদিকে সৈকতে মরা জেলিফিশ ভেসে আসার খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) বিজ্ঞানীরা নমুনা সংগ্রহ করেছেন। প্রায় সময় মরা জেলিফিশ ভেসে এলেও ব্যাপক হারে আগস্ট মাসের প্রথম সপ্তাহে দুই দফা, ১১ নভেম্বর ও গত শনিবার এবং আজ শত শত জেলিফিশ ভেসে আসছে।

জেলা প্রশাসনের বিচকর্মী মাহাবুবুল আলম বলেন, ‘রোববার সকাল ৯টার দিকে মহেশখালী থেকে একটি মাছ ধরার ট্রলার লাবণী পয়েন্টের সাগরে জাল ফেলে। এ সময় টানা জালে শত শত জেলিফিশ আটকা পড়ে। এরপর জেলেরা এসব জেলিফিশ সৈকততীরে ফেলে দেন।’

মাঝি নেজাম উদ্দিন বলেন, ‘একসঙ্গে এত জেলিফিশ জালে আটকা পড়ার ঘটনা আগে ঘটেনি। কোনো মতে তীরে এনে জাল ঝেড়ে ফেলছি। এতে বেশির ভাগ জেলিফিশ মারা পড়েছে।’

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, ‘প্রায় সময় জেলেদের জালে জেলিফিশ আটকা পড়ে মারা যায়। পরে তা কক্সবাজার, পটুয়াখালীসহ বিভিন্ন সমুদ্র উপকূলে ভেসে আসে।’

সাঈদ মাহমুদ বেলাল হায়দর আরও বলেন, ‘সৈকতে পড়ে থাকা এই জেলিফিশ খাদ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত। তবে বাংলাদেশে এখনও খাবার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এটি ওষুধ ও প্রসাধন শিল্পেও ব্যবহৃত হয়। বিশ্বে জেলিফিশের ৫ দশমিক ৬০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। এই সামুদ্রিক প্রাণীটির স্থানীয় বাজার সৃষ্টিসহ রপ্তানি করে আমরা অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারি।’

এ বিভাগের আরো খবর