বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাণ্ডবের চেষ্টা করলে সমুচিত জবাব: কাদের

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২২ ০০:২২

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাড়াবাড়িটা খুব বেশি হচ্ছে। দেখেন, মিটিং হবে এক সপ্তাহ পর; এখনই তারা তাঁবু খাটিয়ে বালিশ-বিছানা, কম্বল মশার কয়েল নিয়ে চলে আসছে। এনে একটা নাটক সাজাচ্ছে। আমরা তৈরি আছি। আমাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা মারামারি করব না। আমাদের আক্রমণ করলে দেখা যাবে পাল্টা আক্রমণ কীভাবে হবে। বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না। বিএনপি হেফাজতের মতো তাণ্ডবের চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে।’

শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানের প্রবেশ পথে আওয়ামী লীগের জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বাড়াবাড়িটা খুব বেশি হচ্ছে। দেখেন, মিটিং হবে এক সপ্তাহ পর; এখনই তারা তাঁবু খাটিয়ে বালিশ-বিছানা, কম্বল মশার কয়েল নিয়ে চলে আসছে। এনে একটা নাটক সাজাচ্ছে। আমরা তৈরি আছি। আমরা পাড়া-মহল্লায়, শহরে, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায় এমনকি ওয়ার্ড পর্যন্ত আমাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই চট্টগ্রাম বঙ্গবন্ধুর সব আন্দোলন-সংগ্রাম ও মুক্তিযুদ্ধের দুর্ভেদ্য ঘাঁটি। এই চট্টগ্রাম বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনারও দুর্জয় ঘাঁটি। আগামীকাল (রোববার) এখানে স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে।’

শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই সংকট কেটে যাবে উল্লেখ করে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘এখন সবাইকে বুঝতে হবে, এই কোভিড পরিস্থিতির পর নিষেধাজ্ঞা, যুদ্ধের প্রতিক্রিয়া হচ্ছে। উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। বিশেষ করে রাশিয়ার গ্যাস বন্ধ হওয়ার পর। এই সংকটে আমাদের নেত্রী দেশের পরিস্থিতি সামলাচ্ছেন। রপ্তানি আয় আবার বাড়তে শুরু করছে। আমরা ঘুরে দাঁড়াচ্ছি। আমরা আশা করছি এই সংকট শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই কেটে যাবে।’

রোববারের জনসভায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী দিনে নেত্রী অলরেডি ইচ্ছা ব্যক্ত করেছেন। আমাদের এবারের নির্বাচনী ওয়াদা স্মার্ট বাংলাদেশ। এ সম্পর্কে তিনি বলবেন। তিনি উন্নয়নের কথা বলবেন। ভবিষ্যৎ করণীয় বলবেন। সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি উৎখাতে মুক্তিযুদ্ধের সসপক্ষের শক্তির বৃহত্তর ঐক্য নিয়েও কথা বলবেন।

‘জঙ্গিবাদী সাম্প্রদায়িক শক্তির যে উত্থান, তা বিএনপির পৃষ্ঠপোষকতায়। এই উত্থানের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শে যারা বিশ্বাস করে আজ তাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকট বিষয়ে বলবেন।’

এ বিভাগের আরো খবর