র্যাব-১৪-এর কমান্ডার আশিকুর রহমান জানান, পয়লা ডিসেম্বর শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন প্রতিবেশী আবদুল কুদ্দুস। পরে শাশুড়ি মালেকা বেগমের সহায়তায় পালিয়ে যান ধর্ষণকারী।
শেরপুর সদর উপজেলার মুনকান্দায় সাত বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে র্যাব।
গাজীপুরের কালিয়াকৈর থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪-এর কমান্ডার আশিকুর রহমান জানান, পয়লা ডিসেম্বর শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন প্রতিবেশী আবদুল কুদ্দুস। পরে শাশুড়ি মালেকা বেগমের সহায়তায় পালিয়ে যান ধর্ষণকারী।
তিনি আরও জানান, ঘটনার রাতে শিশুটিকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এখনও সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
শিশুর বাবা শেরপুর সদর থানায় সেই রাতেই আবদুল কুদ্দুস ও তার শাশুড়িকে আসামি করে মামলা করেন।