বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নান্দাইলে বাসায় শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

  •    
  • ৩ ডিসেম্বর, ২০২২ ০৯:১৭

নান্দাইল থানার ওসি জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়মনসিংহের নান্দাইলে একটি বাসা থেকে গৃহকর্মী শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নদীরপার এলাকার বাসা থেকে শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

১২ বছর বয়সী শিশুটির নাম জান্নাতুল। সে নান্দাইলের পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামের আল আমিনের মেয়ে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, নদীরপার এলাকায় স্থানীয় একটি স্কুলের শিক্ষক ওয়াদুদ মিয়া ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পিউটার অপারেটর রাকিবা দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করত জান্নাতুল। শুক্রবার জুমার নামাজের সময় ওয়াদুদ মসজিদে চলে যান। ওই সময় রাকিবা হাসপাতালে ছিলেন। নামাজ শেষে বাসায় ফিরে শিশুটিকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন ওয়াদুদ।

ওসি জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, কী কারণে মৃত্যু হয়েছে, তার তদন্ত চলছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তে বেরিয়ে আসবে।

এ বিভাগের আরো খবর