নানা আয়োজনে সাড়ম্বড়ে পালিত হলো ১৮তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস।
এ উপলক্ষে শুক্রবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) ঢাকাস্থ কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ফাউন্ডেশন দিবসের উদ্বোধন করেন বিএনএফ চেয়ারম্যান ও সাবেক সচিব রেজাউল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনএফ এর পরিচালনা পরিষদের সদস্য মুনতারিন মহল আমিনুজ্জামান ও কাজী আবু মোহাম্মাদ মোর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান এনডিসি, পরিবীক্ষণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী, সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।
এ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, পারফরমেন্স ক্যাটাগরি, উদ্ভাবনী/বিশেষ কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক ক্যাটাগরি এবং নির্বাহী প্রধান নারী ও নারীর ক্ষমতায়ন ক্যাটগরিতে ৯টি সহযোগী সংস্থাকে পুরস্কার প্রদান, ১১টি সহযোগী সংস্থার অনুকূলে ৩১.২৫ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান এবং কেক কাটা হয়। দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান কার্যালয়ের পাশাপাশি সহযোগী সংস্থাগুলো সারা দেশে ৬৪ জেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এ দিবস পালন করে।
২০০৪ সালের ২ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সরকার। পরবর্তীতে কোম্পানি আইনে নিবন্ধিত হয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি সরকারি অর্থে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগণের দারিদ্র্যবিমোচন ও জীবনমান উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের সহস্রাধিক সহযোগী সংস্থার (এনজিও) মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। বিএনএফ এসডিজি এর ৯টি গোল বাস্তবায়ন ছাড়াও বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।