বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থানায় মারধরের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র-কোচিং সেন্টার পরিচালকের

  •    
  • ২ ডিসেম্বর, ২০২২ ১০:৫৫

মারধরের অভিযোগ করেছে ছাত্র ও তার বাবা। তবে অভিযুক্ত কোচিং সেন্টারের পরিচালকের দাবি, পূর্ব শত্রুতার জেরে ওই ছাত্র তার ওপর হামলা করেছে।

ঢাকার সাভারে একটি কোচিং সেন্টারে পড়া বাদ দেয়ায় এক ছাত্র ও তার বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির পরিচালকের বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ওই ছাত্র ও তার বাবা। তবে অভিযুক্ত কোচিং সেন্টারের পরিচালকের দাবি, পূর্ব শত্রুতার জেরে ওই ছাত্র তার ওপর হামলা করেছে। তিনিও থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকার শিউর সাকসেস কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। রাতে ভুক্তভোগী ছাত্র ও তার বাবা তিনজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী সাকিব খান সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র। জিরানীর পুকুড়পাড় এলাকার বাসিন্দা ওই ছাত্রের বাবা আসাদুজ্জামান খানকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন শিউর সাকসেস কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক কাদের হোসেন, মো. তূর্য ও রাসেল হোসেন।

আহত ছাত্রের বাবার লিখিত অভিযোগে বলা হয়, সাকিব জিরানীর শিউর সাকসেস কোচিং সেন্টারে পড়ত। তবে কিছুদিন হলো সে কোচিং সেন্টারে পড়া বাদ দেয়। বিষয়টি নিয়ে সাকিবের মা শাহিলা খাতুনকে কোচিং সেন্টারটির পরিচালক কাদের হোসেন মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগালি করেন। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কথা বলতে সাকিব কোচিং সেন্টারে গেলে তাকে মারধর করেন কাদের, তূর্য ও রাসেল। সাকিবের বাবা বিষয়টি সমাধানের জন্য গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযোগের বিষয়ে শিউর সাকসেস কোচিং সেন্টারের পরিচালক কাদের হোসেন বলেন, ‘আমার এখানে এই সাকিব সাত বছর পড়াশোনা করেছে। কিছুদিন আগে নারীসংক্রান্ত বিষয়ে জড়িয়ে যায় ওই ছাত্র। বিষয়টি নিয়ে আমি কথা বলায় আজ এসে আমার ওপর হামলা করেছে সে। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দিয়েছি।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘ঘটনাটি আমাকে থানা থেকে জানানো হয়েছে। আমি আরেকটি ঘটনায় আছি। এটা শেষ করে কোচিং সেন্টারের ঘটনা তদন্তে যাব। বিস্তারিত পরে জানানো যাবে।’

এ বিভাগের আরো খবর