রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রতাপ রেমা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ৫৫ বছর বয়সী প্রতাপকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাকে মৃত বলে জানান।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী বলেন, রাতে মতিঝিলের ওয়ালটন মোড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রতাপ রেমা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এসআই ইয়াকুব জানান, এ দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে নিউটন বলেন, ‘বাবা তেজগাঁও রেলগেট এলাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। অফিস শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে।’
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার তারানগর টেঙ্গুড়া গ্রামে। এখন পুরান ঢাকার কলতাবাজার নাসির উদ্দিন সরদার লেনে ভাড়া বাসায় থাকেন।