বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মেলন আজ

  •    
  • ২ ডিসেম্বর, ২০২২ ০০:০৩

ঢাকা উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের মাধ্যমে ছাত্রলীগের সম্মেলনের প্রক্রিয়া শুরু হচ্ছে। পরদিন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন।

ঢাকা মহানগর ছাত্রলীগের দুই অংশের সম্মেলন শুক্রবার। সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের মাধ্যমে ছাত্রলীগের সম্মেলনের প্রক্রিয়া শুরু হচ্ছে। পরদিন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ৬ ডিসেম্বর হবে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন।

তবে ঢাকা উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনের দিন কমিটি ঘোষণা করা হবে না বলে আওয়ামী লীগ সূত্রে জানা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের পর কেন্দ্রীয় সম্মেলনের দিন সব কমিটি একযোগে ঘোষণা করা হবে।

রাজধানী ঢাকার ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন ঘিরে উজ্জীবিত সংগঠনের নেতাকর্মীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘিরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শীর্ষ পদ নিজের অনুকূলে নিশ্চিত করতে মরিয়া পদপ্রত্যাশীরা।

ছাত্রলীগের মহানগর নেতাদের সূত্রে জানা য়ায়, অন্যবারের তুলনায় এবার মহানগর উত্তর ও দক্ষিণে শুধু সভাপতি-সম্পাদক পদে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। মহানগরের বেশিরভাগ থানা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকরাও এবার মহানগরের শীর্ষ পদ পাওয়ার দৌড়ে রয়েছেন।

ঢাকা মহানগর ভাগ হওয়ার পর থেকে নেতৃত্ব বাছাইয়েও নানা পক্ষ তৈরি হয়েছে। মহানগর উত্তরে শীর্ষ নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে কথিত রয়েছে দুই সিন্ডিকেটের নাম। একটি ‘ধানমণ্ডি বেল্ট’, অন্যটি ‘মিরপুর বেল্ট’।

ছাত্রলীগের সাবেক নেতাদের দ্বারা পরিচালিত হয় কথিত এই দুটি সিন্ডিকেট। উত্তর ছাত্রলীগের শীর্ষ পদে কারা আসবেন তাও দুই সিন্ডিকেট নেতারা বাছাই করতেন। যদিও এবার সেই সুযোগ তারা পাবেন না বলেই মনে করা হচ্ছে। কেননা কমিটি দেবেন অভিভাবক সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা লীগ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের ধারাবাহিকতায় ছাত্রলীগেও স্বচ্ছ, বিকর্তমুক্ত এবং যোগ্যতমদের দিয়ে কমিটি করা হবে বলে আলোচনা আছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ছাত্রলীগের শীর্ষ পদের দৌড়ে আলোচনায় রয়েছে বেশকিছু নেতার নাম। তাদের মধ্যে মহানগর উত্তরে রয়েছেন- আদাবর থানার সভাপতি রিয়াজ মাহমুদ, বর্তমান কমিটির প্রচার সম্পাদক জুয়েল পোদ্দার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান নোবেল, সাইফ হোসেন রুমান, আফসান নাদিয়ান, মারুফ হোসেন মিঠু, পলিটেকনিকের সভাপতি মেহেদি হাসান, কাজী মিজান, আসাদুজ্জামান আল গালিব (মিরপুর কলেজ সভাপতি), আকরাম হোসেন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশিক ইকবাল, উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক সালমান খান প্রান্ত, ধানমণ্ডি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম বাপ্পি।

ঢাকা মহানগর দক্ষিণে শীর্ষ পদে আলোচনায় আছেন- বর্তমান কমিটির সহ-সভাপতি ও রমনা থানা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব হাসান, বারেক হোসাইন আপন, মাজেদুল মোল্লা মিন্টু, সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম মিরাজ, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক হাসিবুল আলম পুলক, রফিকুল ইসলাম রাছেল, সমাজসেবা সম্পাদক সৈয়দ মুক্তাদির সাদ, প্রচার সম্পাদক রিয়াজ মোল্লা, গণশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক আল-নোমান সরকার অনিক, উপ-সম্পাদক নুরুদীন হাওলাদার ও সবুজবাগ থানা ছাত্রলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন পাভেল।

ছাত্রলীগের সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, ‘সাংগঠনিক দক্ষতাসম্পন্ন, সৎচরিত্র, ছাত্রসমাজের মাঝে গ্রহণযোগ্য ও পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতিতে সংশ্লিষ্ট- এমন নেতাই সম্মেলনের মাধ্যমে বাছাই করা হবে। বয়সের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।’

এ বিভাগের আরো খবর