শীতার্তদের মাঝে বিতরণের জন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০টি ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দ দেয়া কম্বল ফেরত দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। তাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য (এমপি) মেরিনা জাহান বরাদ্দের কম্বলের বেশিরভাগ অংশ চেয়েছেন। এতে দরিদ্রদের দেয়ার মতো পর্যাপ্ত কম্বল থাকবে না।
তবে এমপি মেরিনা জানিয়েছেন, চেয়ারম্যানদের সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছে।
কম্বল ফেরত দেয়ার বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন চেয়ারম্যান সমিতির সভাপতি ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নে জন্য বরাদ্দ কম্বলগুলো ভ্যানে করে উপজেলা পরিষদ চত্বরে পাঠিয়ে দেয়া হয়। সেগুলো পরিষদের গোডাউনে রাখা হয়েছে।
অভিযোগকারী ইউপি চেয়ারম্যানরা জানান, শীতে অসহায় ও দরিদ্রদের জন্য শাহজাদপুরের ১৩ ইউনিয়নে ৩৫০ পিস করে কম্বল বরাদ্দ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন চেয়ারম্যানদের জানান, এমপি প্রতিটি ইউনিয়নের বরাদ্দ থেকে ২০০ পিস করে কম্বল নিজে বিতরণের জন্য চেয়েছেন।
গালা ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন, ‘এত কমসংখ্যক কম্বল বিতরণ করা আমাদের জন্য কষ্টসাধ্য হবে। তাই সরকারি বরাদ্দ পাওয়া কম্বলগুলো আমরা ফেরত দিয়েছি।’
শাহজাদপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানরা কম্বল ফেরত দিয়েছেন কিনা এ ব্যাপারে আমি কিছুই জানি না।’
ঘটনার সত্যতা যাচাইয়ে ইউএনও সাদিয়াকে কল করা হলেও তিনি সাড়া দেননি।
জেলা প্রশাসক (ডিসি) ফারুক আহম্মদ বলেন, ‘স্ব-স্ব উপজেলায় সরকারিভাবে কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত কম্বলগুলো সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিতরণ করতে পারেন। এ বিষয়ে আমার কোনো মতামত নেই।’
সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা বলেন, ‘আমি বলেছি প্রতিটা ইউনিয়নে গিয়ে কম্বল বিতরণ করব। বিষয়টি নিয়ে চেয়ারম্যানদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। চেয়ারম্যানদের সঙ্গে বসেই সমাধান করা হবে।’