বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সমাবেশ ঘিরে অপরাজনীতি হলে রাজপথেই জবাব: মেয়র লিটন

  •    
  • ১ ডিসেম্বর, ২০২২ ২১:২২

সিটি মেয়র লিটন বলেন, ‘রাজশাহীর সমাবেশকে ঘিরে বিএনপি যদি এ রকম কোনো অশুভ তৎপরতা ও অপরাজনীতি করতে চায়, তাহলে রাজপথে থেকে রাজনৈতিকভাবে এর সমুচিত জবাব দেয়া হবে।’

রাজনৈতিক কর্মসূচির নামে রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ড ঘটলে রাজপথেই জবাব দেয়া হবে বলে বিএনপির উদ্দেশ্য হুশিঁয়ারি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

রাজশাহীতে শনিবার হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় সমাবেশ। এর দুই দিন আগে বৃহস্পতিবার বিএনপির কর্মকাণ্ডের প্রতিবাদে দলীয় কার্যালয়ে কথা বলেন সিটি মেয়র।

তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশের নামে রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো কর্মকাণ্ড তথা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কোনো অশোভন মন্তব্য এবং রাজশাহীর জনগণের জানমালের ক্ষতিসাধন করলে তা বরদাশত করা হবে না।

‘রাজশাহীর সমাবেশকে ঘিরে বিএনপি যদি এ রকম কোনো অশুভ তৎপরতা ও অপরাজনীতি করতে চায়, তাহলে রাজপথে থেকে রাজনৈতিকভাবে এর সমুচিত জবাব দেয়া হবে।’

মেয়র বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশ ঘিরে তারা ইতোমধ্যেই সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র, চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে যখনই বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসে ঠিক তখনই বিএনপি নামক সংগঠনটি সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়।

‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে এলে ভালো। না এলে বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না।’

এ বিভাগের আরো খবর