বিদ্যুতের ১৮ কোটি টাকা বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করার প্রায় ৪৫ ঘণ্টা পর পুনরায় সংযোগ পেয়েছে দিনাজপুর পৌরসভা কার্যালয়। সংযোগ বিচ্ছিন্ন করার পর বকেয়া টাকার মধ্যে টোকেন মানি হিসেবে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বিদ্যুৎ বিভাগকে দিয়ে সংযোগ ফিরে পায় পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর একটি গাড়ি পৌরসভা ভবনে গিয়ে বিদ্যুতের লাইন পুনরায় সচল করে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদত হোসেন।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দিনাজপুর পৌরসভা বিদ্যুতের বিল পরিশোধ করছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে মঙ্গলবার বিকেলে শুধু পৌরসভা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে পৌর কর্তৃপক্ষ কয়েক দফা বৈঠক শেষে মোট বকেয়ার মধ্যে ৫ লাখ ৪৭ হাজার টাকার চেকের মাধ্যমে একটি টোকেন মানি দিয়েছে। পৌরসভা এখন থেকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করবে বলে জানিয়েছে। পাশাপাশি বকেয়া বিলও ধাপে ধাপে পরিশোধ করবে।’
এ বিষয়ে জানতে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তা বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, ১৮ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রাখায় মঙ্গলবার বিকেলে পৌর ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ না থাকায় জন্মনিবন্ধনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে সেবা নিতে এসে ফিরে যান সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় করোনাসহ বিভিন্ন ভ্যাকসিন নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দেয়। পরে স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন অন্যত্র সরিয়ে নেয়।