বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নবজাতকের রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে

  •    
  • ১ ডিসেম্বর, ২০২২ ১৮:৩৯

ওসি জানান, রাস্তার পাশে ফেলে রাখার কারণে কোনো গাড়ি হয়তো এর ওপর দিয়ে চলে গেছে। এ কারণে শিশুর দেহ ক্ষতবিক্ষত হয়েছে।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচা বাজারের সামনে থেকে নবজাতকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শহরের শহীদ সরণি সড়কের পৌর বহুমুখী আদর্শ কাঁচা বাজারের সামনে থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, বাজারের সামনের রাস্তার পাশে একটি মোড়ানো কাপড়ের ভেতর থেকে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেন ব্যবসায়ীরা। পুলিশ গিয়ে কাপড় সরিয়ে দেখে মৃত নবজাতকের রক্তাক্ত দেহ। সেটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, রাস্তার পাশে ফেলে রাখার কারণে কোনো গাড়ি হয়তো এর ওপর দিয়ে চলে গেছে। এ কারণে শিশুর দেহ ক্ষতবিক্ষত হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো খবর