রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হবে আগামী ৩ ডিসেম্বর দুপুরে। কিন্তু নেতা-কর্মীরা এরই মধ্যে রাজশাহী আসতে শুরু করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর দূর-দূরান্ত থেকে সমাবেশস্থল মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন। তারা সমাবেশস্থলের লাগোয়া রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অবস্থান নিতে শুরু করেন। রাত ১২টার দিকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নেন সেখানে।
সমাবেশস্থলে মঞ্চ তৈরির প্রস্তুতিসহ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ও কড়াকড়ি থাকায় পাশের ঈদগাহ মাঠে অবস্থান নিয়েছেন তারা।
বুধবার দুপুরে আট শর্তে সমাবেশের অনুমতি পায় বিএনপি। আর সন্ধ্যার পর থেকে মাদ্রাসা মাঠের দিকে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। রাত সাড়ে ১১টার দিকে মাঠে গিয়ে দেখা যায় ব্যাগ কাঁধে নিয়ে তাদের অনেকে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢুকছেন। আবার যারা কিছুক্ষণ আগে এসেছেন তারা পলিথিন দিয়ে তাঁবু টানাতে ব্যস্ত।
আবার কিছুদূর পর পর বড় বড় হাঁড়িতে চলছে রান্নার কাজ। নেতা-কর্মীরা যেন উৎসবে মেতেছেন। তাদের অনেকে জানিয়েছেন, যেহেতু বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হবে, সে কারণে তারা আগের দিনই সমাবেশ স্থলে চলে এসেছেন।
পাবনা জেলার ঈশ্বরদী এলাকা থেকে আসা মনোয়ারুল ইসলাম জানান, তারা প্রায় ২০০ নেতা-কর্মী একই সঙ্গে এসেছেন। সন্ধ্যা থেকেই তারা ঈদগাহ মাঠে অবস্থান করছেন। তাদের এলাকার আরও প্রায় ৮ হাজার লোক আসার কথা রয়েছে বৃহস্পতিবার। তারা এই কয়েক দিন এখানেই রান্না করে খাবার মতো প্রস্তুতি নিয়ে এসেছেন। চাল-তরিতরকারি, হাঁড়ি-পাতিলসহ সব কিছু নিয়ে তারা এখানে এসেছেন।
যখন তার সঙ্গে কথা হচ্ছিল, পাশেই চলছিল রান্নার আয়োজন।
বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে আসা আমিনুল ইসলাম জানান, তারা এসেছেন প্রায় ৬০০ জন। সঙ্গে নিয়ে এসেছেন ৫ মণ চাল, তরিতরকারি। সেই সঙ্গে মুড়ি, চিড়া, বিস্কুটও সঙ্গে এনেছেন। তাবু টানানোর জন্য তারা নিয়ে এসেছেন পলিথিন। আবার শীতের কথা মাথায় রেখে সবাই এনেছেন গরম পোশাকও।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘বাস বন্ধের কারণে নেতা-কর্মীরা আগেই আসতে শুরু করেছেন। বৃহস্পতিবার আরও বিপুলসংখ্যক নেতা-কর্মী হাজির হবেন। সব বাধা উপেক্ষা করে লাখ লাখ মানুষ এই সমাবেশে যোগ দেবেন।'
তিনি আরও বলেন, ‘গাড়ি বন্ধ করে সমাবেশে উপস্থিতি কমানো যাবে না। রাজশাহীর মানুষ সবাইকে স্বাগত জানাবে।’
সভার প্রস্তুতির বিষয়ে মিনু বলেন, ‘সমাবেশস্থলে মঞ্চ প্রস্তুতের কাজও শুরু হয়েছে। সেই সঙ্গে নেতা-কর্মীদের বিশ্রামের জন্য সমাবেশের মাঠের পাশে তাঁবু টানানো হচ্ছে।’