নওগাঁয় সরকারি হাসপাতালে ওয়ার্ড বয় পদে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারকচক্রের মূল আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ তথ্য জানানো হয়।
এর আগে সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে জেলার বদলগাছী উপজেলার গোয়ালভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন ৪২ বছর বয়সী প্যালেস ওরফে হাসান তৌফিক। উপজেলার পারিচা গ্রামের বাসিন্দা তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হাসান তৌফিক একজন মাস্টারমাইন্ড ব্যক্তি। সে ৭-৮ জনের একটি সিন্ডিকেট চালাচ্ছিলেন, যেখানে সবাই ২০১৬ সাল থেকে দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছে। তিনি অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে, কখনো বা জাল নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কয়েক দিন আগে সরকারি হাসপাতালে ওয়ার্ড বয় পদে নিয়োগ চলাকালে গ্রেপ্তার হাসান তৌফিক একজন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে চাকরি দেয়ার জন্য অবৈধভাবে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় এবং ভুয়া নিয়োগপত্র দেয়।
এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানার নেতৃত্বে সন্ধ্যায় বদলগাছী উপজেলার গোয়ালভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল, ৪টি সিমকার্ড ও ১টি মেমোরিকার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তারের পর তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।