বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষককে লাঞ্ছনার মামলায় আ.লীগ নেতা কারাগারে

  •    
  • ৩০ নভেম্বর, ২০২২ ২৩:১৫

এনামুল বলেন, ‘ক্লাসে ঢুকে সব শিক্ষার্থীর সামনে আমাকে এলোপাতাড়ি মারধর করেছে। এর চেয়ে মরে যাওয়াও ভাল ছিল। যদি কোনো ভুলও করে থাকি, তাহলে তিনি আমাকে ডেকে শুনতে পারতেন। কিন্তু সেটা না করে ক্ষমতার দাপটে আমাকে শারীরিকভাবে আঘাত করলেন। আমি তার কঠোর বিচার দাবী করি।’

মাদারীপুরের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারধরের অভিযোগে আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন খাঁনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শ্রেণিকক্ষে ঢুকে মারধরের অভিযোগে মামলা করেন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী এনামুল হক।

কালিকাপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী এসব নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়েছে, সদর উপজেলার এই স্কুলের সামনে ছোট একটি খাবারের দোকান চালান দেলোয়ার খাঁনের আত্মিয়। স্বাস্থ্যঝুঁকি হতে পারে- এই ধারণা থেকে শিক্ষক এনামুল শিক্ষার্থীদেরকে ওই দোকানের খাবার খেতে নিরুৎসাহিত করেন। এ খবর জানার পর দেলোয়ার মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালে কক্ষে ঢুকে দেলোয়ারকে মারধর করতে থাকেন।

এনামুল বলেন, ‘ক্লাসে ঢুকে সব শিক্ষার্থীর সামনে আমাকে এলোপাতাড়ি মারধর করেছে। এর চেয়ে মরে যাওয়াও ভাল ছিল। যদি কোনো ভুলও করে থাকি, তাহলে তিনি আমাকে ডেকে শুনতে পারতেন। কিন্তু সেটা না করে ক্ষমতার দাপটে আমাকে শারীরিকভাবে আঘাত করলেন। আমি তার কঠোর বিচার দাবী করি।’

ওসি মনোয়ার বলেন, ‘শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরপর বাকিটা আদালত করবে। তবে কোনো শিক্ষকের শরীরে আঘাত দেয়া চরম বাজে কাজ।’

এ বিভাগের আরো খবর