আগুন লাগার সংকেত পেয়ে চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে রয়্যাল নেপালের একটি ফ্লাইট। তবে আগুনের কোনো ঘটনা ঘটেনি। ফ্লাইটে থাকা যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে আছেন।
এ ঘটনা ঘটেছে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।
তিনি জানান, রয়্যাল নেপাল ফোর জিরো ওয়ান এর ফ্লাইটটি ১৫০ যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককে যাচ্ছিল।
ফরহাদ বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিউজবাংলাকে বলেন, ‘কাঠমুন্ডু থেকে ব্যাংকক যাওয়ার পথে আগুন ও ধোঁয়ার সংকেত পেয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে অবতরণের পর চেক করে তেমন কিছু পাওয়া যায়নি।
‘উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন পাইলট। পরে রয়্যাল নেপালের টেকনিক্যাল টিম উড়োজাহাজটি মেরামত করে। রাত ১০টার পরে ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করে।’