আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য হচ্ছেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি মতিয়র রহমান খান।
বর্ষীয়ান এই রাজনীতিক বুধবার নিজেই নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার অনুষ্ঠিত নেত্রকোণা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঞ্চে দাঁড়িয়ে মাইকেও এ বিষয়ে ঘোষণা দেন ওবায়দুল কাদের।
মতিয়র রহমান খান ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। এর আগে সুদীর্ঘ সময় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি টানা তিনবার নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
উপদেষ্টা পরিষদে স্থান পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়ায় আমি খুবই খুশি এবং তার প্রতি কৃতজ্ঞ। আমি নেত্রীর নির্দেশ মেনে আজীবন আওয়ামী লীগের কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব।’