খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খবির আহমেদ বলেন, ‘রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসে কাটা পড়ে রুবেল মিয়া নিহত হয়েছেন। তিনি রেল ক্রসিং পার হতে গেলে এ ঘটনা ঘটে। এতে তিনি দ্বিখণ্ডিত হয়ে যান।’
খুলনা মহানগরীতে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের কাটা পড়েছেন এক যুবক।
মহানগরীর দৌলতপুর থানার বিএল কলেজ গেট রেল ক্রসিংয়ে বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী নিহত রুবেল মিয়ার বাড়ি মহানগরীর খালিশপুর হাউজিং স্টেট বাজারের ৭ নম্বর ক্যাম্প এলাকায়।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খবির আহমেদ বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসে কাটা পড়ে রুবেল মিয়া নিহত হয়েছেন। তিনি রেল ক্রসিং পার হতে গেলে এ ঘটনা ঘটে। এতে তিনি দ্বিখণ্ডিত হয়ে যান।
খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।