বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

  •    
  • ৩০ নভেম্বর, ২০২২ ১৫:৫১

সামনে পরীক্ষা, তারপরও লেখাপড়া করছিল না মুন। এদিকে চুল-দাড়ি কাটার জন্য স্কুল থেকে চাপ দেয়া হচ্ছিল। এই নিয়ে পরিবারে তার কথা-কাটাকাটি হয়। অভিমান থেকে সে আত্মহত্যা করে।

বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মনিশংকর মুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নগরীর কাউনিয়া ক্লাব রোডের ঘোষ বাড়িতে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

মুন বাকেরগঞ্জের কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মানষ কুমার রায়ের পালক পুত্র।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ জানান, সামনে পরীক্ষা, তারপরও লেখাপড়া করছিল না মুন। এদিকে চুল-দাড়ি কাটার জন্য স্কুল থেকে চাপ দেয়া হচ্ছিল। এই নিয়ে পরিবারে তার কথা-কাটাকাটি হয়। অভিমান থেকে সে আত্মহত্যা করে।

মুনের বাবা জানান, তার দুই মেয়ে। কোনো ছেলে নেই। তাই এক বছর বয়সে পটুয়াখালীর বাউফল থেকে মুনকে দত্তক নেয়া হয়েছে। সেই থেকে তাকে নিজ সন্তানের মতো বড় করেছেন। কখনো বুঝতে দেননি সে দত্তক সন্তান।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর