বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিসোর্টে যুবক হত্যা, ২ জনের আমৃত্যু কারাদণ্ড

  •    
  • ৩০ নভেম্বর, ২০২২ ১৩:২২

দণ্ডিত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পারভেজ হোসেন প্রকাশ বাবু ও একই উপজেলার বাবদি ইউনিয়নের মো. মোতালেব। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সুইট হোম রিসোর্টে আবদুল মালেক নামে এক যুবককে হত্যার ঘটনায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পারভেজ হোসেন প্রকাশ বাবু ও একই উপজেলার বাবদি ইউনিয়নের মো. মোতালেব। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্টপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, ২০২১ সালের ১৫ মার্চ রাত ৯টার দিকে দণ্ডিত ব্যক্তিরা হলেন আবদুল মালেককে খুন করেন।

এ ঘটনায় আবদুল মালেকের ভাই আবদুল খালেক বাদী হয়ে পারভেজ হোসেন প্রকাশ বাবু, মো. মোতালিবসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মামলা করেন।

সাক্ষীদের সাক্ষ্য, জেরা, ময়নাতদন্ত রিপোর্ট যাচাই, সুরতহাল প্রতিবেদন পর্যালোচনা, আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্কসহ বিচারের সব প্রক্রিয়া সম্পন্ন করে বিচারক ফৌজদারি দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায় দেন।

রায়ে আদালত মনে করছেন, ইয়াবা ব্যবসার লেনদেনের বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, যা ১৬৪ ধারার জবানবন্দিতে স্বীকারও করেছে আসামিরা।

এ রায় মাদক ব্যবসা ও মাদক সেবনকারীদের সতর্কবার্তা দেবে বলে মনে করেন বিচারক।

এ বিভাগের আরো খবর