রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক মোটরসাইকেলচালক নিহত ও আরেকজন আহত হয়েছেন।
সাজেকের মিডপয়েন্ট এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো বাইকচালকের নাম সুখেন চাকমা। ২০ বছর বয়সী এ যুবক সাজেকের মিডপয়েন্ট গ্রামের মঙ্গল চাকমার ছেলে।
গুলিতে আহত হয়েছেন একই গ্রামের সজীব চাকমা। তাকে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে মিডপয়েন্ট থেকে দাড়িপাড়ার দিকে যাচ্ছিলেন দুই বাইকচালক। আধা কিলোমিটার যাওয়ার পর একদল দুর্বৃত্ত মোটরসাইকেল দুটি গতিরোধ করে। তারা কিছু বলার আগেই এলোপাতাড়ি গুলি চালায়। এতে সুখেন চাকমা ও সজীব চাকমা গুরুতর আহত হন।
তিনি জানান, দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা দুজনকে হাসপাতালে নেয়ার সময় দাড়িপাড়া এলাকায় সুখেনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।