বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সব ট্রেনের যাত্রাবিরতি চেয়ে জয়দেবপুর স্টেশনে অবস্থান কর্মসূচি

  •    
  • ৩০ নভেম্বর, ২০২২ ১০:৩৮

গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন এর সভাপতি সামসুল হক জানান , প্রতিবারই সমাধানের আশ্বাস দেয়া হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় জয়দেবপুর স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিতে ১০ টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়।

সব ট্রেনের যাত্রাবিরতিসহ বেশ কিছু দাবিতে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ নামের একটি সংগঠন।

বুধবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘন্টা ওই অবস্থান কর্মসূচি চলে। এতে স্টেশনে কিছুক্ষণের জন্য বেশ কয়েকটি ট্রেন আটকে থাকে।

আন্দোলনকারীরা জানান, মাসিক টিকিট পুনরায় চালু, সব ট্রেনের যাত্রাবিরতি, স্টেশনের উন্নয়ন এবং রেলগেটের সমস্যা দূর করাসহ নানা দাবিতে এই কর্মসূচি পালন করেন। এতে সাধারণ মানুষও যোগ দেয়।

গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন-এর সভাপতি সামসুল হক জানান, গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর স্টেশনের ন্যূনতম উন্নয়ন না হওয়া, আন্তঃনগর নয়টি ট্রেন স্টপেজ না দেয়া এবং টিকিট সল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ দিন দিন প্রকট হচ্ছে। সমস্যাগুলো সমাধানে দীর্ঘদিন যাবত রেলপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলপথ মন্ত্রীর সঙ্গে একাধিক বার আলোচনা হয়।

তিনি আরও জানান, প্রতিবারই সমাধানের আশ্বাস দেয়া হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় জয়দেবপুর স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিতে ১০ টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঘন্টা খানেক অবস্থান কর্মসূচি পালন করেছে। তখন কিছু সময়ের জন্য ট্রেন আটকে থাকলেও পরবর্তীতে তা স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরো খবর