বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাটির নিচ থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার

  •    
  • ২৯ নভেম্বর, ২০২২ ২৩:১৭

৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সিও লে. কর্নেল শাহীন আজাদ জানান, স্বর্ণ উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বারগুলোর সম্মিলিত ওজন ১১ কেজি ৩৯০ গ্রাম।

মঙ্গলবার বিকেলে উপজেলার যাদবপুর গ্রামের একটি কলাবাগান থেকে এসব বার উদ্ধার করা হয়।

মঙ্গলাবার রাতে ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সিও লে. কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যাদবপুর গ্রামের ওই কলাবাগানে স্বর্ণের বারগুলো মাটিতে পুঁতে রাখা আছে। পরে সেখানে অভিযান চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মাটির নিচ থেকে ৮৬টি বার বের করে আনা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মুল্যে প্রায় ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা। এগুলো অবৈধভাবে ভারতে পাচারের জন্য পুঁতে রাখা হয়েছিল।

স্বর্ণ উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এ বিভাগের আরো খবর