নেত্রকোণার খালিয়াজুরীতে গ্রামপুলিশ সদস্যের বিরুদ্ধে মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দিয়েছে।
উপজেলার নগর ইউনিয়নে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার এসব নিশ্চিত করেছেন।
আটক হিরু সরকার নগর ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
শিশু ও তার পরিবারের সদস্যদের বরাতে ওসি জানান, সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে বান্ধবীকে ডেকে নিতে তার বাড়িতে যায় মেয়েটি। বান্ধবী ঘুমিয়ে আছে জানিয়ে তাকে ঘরে ডেকে নেন হিরু। সেখানে তাকে ধর্ষণ করেন। বাড়ি গিয়ে পরিবারকে বিষয়টি জানায় সে। মঙ্গলবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে লোকজন গিয়ে হিরুকে আটক করে পুলিশে দেন।
হিরু ও ওই শিশুটি থানায় আছে জানিয়ে ওসি বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদ ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।