রাজধানীর রামপুরায় নির্মীয়মাণ ভবনের ষষ্ঠতলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। ২০ বছর বয়সী সুমন রায় সেখানে সিনিয়র রডমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সুমন রায়কে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলম হোসেন বলেন, ‘আজ সকালে রামপুরা বউবাজারের কুঞ্জবন কনস্ট্রাকশনের একটি নির্মীয়মাণ ভবনের ৬ তলার ছাদে সেন্টারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন।’
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরও বলেন, ‘ওই যুবক আমাদের কনস্ট্রাকশনে সিনিয়র রডমিস্ত্রি ছিলেন। মুহূর্তের মধ্যে কিভাবে ঘটনাটি ঘটে গেল, তা বুঝে উঠতে পারছি না। তার গ্রামের বাড়ি নীলফামারীর জলডাঙ্গায়।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’