মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিকট শব্দে ‘বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে উপজেলা শহরের সরকারি মৎস্য হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
গাংনী উপজেলা আওয়ামী লীগের দাবি, বিএনপি এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। আর উপজেলা বিএনপি বলছে, তাদের দলীয় কর্মীদের মাঠে নামতে না দেয়ার জন্য এটি আওয়ামী লীগের সাজানো নাটক।
এ ঘটনার প্রতিবাদে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপুর নেতৃত্বে রাতেই গাংনী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
স্থানীয়রা জানান, রাতে মৎস্য হ্যাচারি এলাকায় বিকট শব্দে একটি বোমা বিস্ফোরণ ঘটে। কারা, কি কারণে বিস্ফোরণ ঘটিয়েছে জানা যায়নি। গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তিনটি বোমা আকৃতির বস্তু উদ্ধার করেছে।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু বলেন, ‘ডিসেম্বরে ছাত্রলীগের কাউন্সিলকে স্বাগত জানিয়ে ও গাংনীর আড়পাড়ায় আওয়ামী লীগের সমাবেশ সফল করার জন্য সোমবার রাতে ছাত্রলীগ নেতাকর্মীরা শহরে মিছিল বের করি। এ সময় বিএনপি ও ছাত্রদলের কয়েক নেতাকর্মী আমাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। প্রতিবাদ করতে গেলে, তারা বোমা নিক্ষেপ করলে আমরা পিছু ফিরে আসি। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করে।’
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, ‘রাতে বিএনপি- ছাত্রদলের কেউ আওয়ামী লীগ বা ছাত্রলীগকে ধাওয়া দেয়নি। বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনাটি আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাজানো নাটক। তারা বিএনপিকে মাঠে নামতে না দেয়ার জন্য এমন নাটক সাজিয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি দেশের জনগণের চাওয়া-পাওয়ার অধিকার আদায়ের দাবিতে মাঠে নামবে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে।’
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।