মাদারীপুরের আলীনগরের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সর্দারকে বোমা বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
কালকিনি থানা থেকে মাদারীপুর আদালতের মাধ্যমে সোমবার তাকে কারাগারে পাঠায় পুুলিশ। তাকে গ্রেপ্তার করা হয় রোববার গভীর রাতে, ঢাকার উত্তরা থেকে।
কালকিনি থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মারগুব তৌহিদ এসব নিশ্চিত করেছেন।
কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় ২০ নভেম্বর রেজাউল মোল্লা নামে এক ব্যক্তির অটোবাইকে বোমার বিস্ফোরণ হয়। এ সময় আহত হন থানার ওসি শামীম হোসেনসহ অন্তত ৫ জন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৩ নভেম্বর সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেন রেজাউলের বাবা খোকন মোল্লা। এর আগের দিন পুলিশের কাজে বাধা ও বোমা বিস্ফোরণ আইনে আরও দুটি মামলা করেন থানার এসআই মিলন মিয়া। ওই দুটিরও আসামি হাফিজুর।
পুলিশ পরিদর্শক মারগুব তৌহিদ জানান, পুলিশের করা দুই মামলায় হাফিজুর উচ্চ আদালতের মাধ্যমে জামিনে ছিলেন। তবে খোকন মোল্লার মামলায় জামিন না থাকায় রোববার রাতে ঢাকার উত্তরার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহজাহান জানান, ‘সোমবার দুপুরে মিলন সর্দারকে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এসময় আসামিপক্ষ থেকে জামিন চাইলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।’