মুন্সীগঞ্জের গজারিয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে হোসেন্দেী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের বিরুদ্ধে।
হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর অভিযোগ, তার বাবা নির্বাচনে পরাজিত হওয়ায় তাকে পরীক্ষার হলে ঢুকতে বাধা দেয়া হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী হোসেন্দী গ্রামের রোকন সরকারের ছেলে।
ওই শিক্ষার্থী জানায়, রোববার থেকে তাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা দিতে সকালে সহপাঠীদের সঙ্গে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয় সে। পরে বিদ্যালয়ের সামনে আসলে ওত পেতে থাকা চেয়ারম্যান মিঠুর সমর্থকরা তাকে অটোরিকশা থেকে নামিয়ে প্রথমে হুমকি এবং পরে মারধর করে তাড়িয়ে দেয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবিরুল আলম বলেন, ‘অষ্টম শ্রেণির শুধুমাত্র একজন শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। শুনেছি পথে কি যেন একটা ঝামেলা হয়েছে। এর পেছনে কী কারণ, তা আমার জানা নেই। তবে যে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি পুনরায় বিশেষভাবে তার পরীক্ষা নেয়া যায় কি-না এ বিষয়ে ম্যানেজিং কমিটি সদস্যদের সঙ্গে কথা বলে দেখবো।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানায় ওসি মোল্লা সোহেব আলী বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
এদিকে আব্দুল্লাহ আল নাদিম নামে বিরোধী প্রার্থীর আরেক সমর্থককে রোববার সকালে অফিসে যাওয়ার পথে হোসেন্দী বাজার এলাকায় সিএনজি থেকে নামিয়ে মারধর করারও অভিযোগ উঠেছে মিঠুর কর্মীদের বিরুদ্ধে।