বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৬

  •    
  • ২৭ নভেম্বর, ২০২২ ২৩:৪১

এজাহার অনুযায়ী, গত ২২ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে মেহেদী ও তার কর্মচারী ইউসুফ আলী দোকানেই ছিলেন। এ সময় ৬ থেকে ৭ জন সাদা হায়েস মাইক্রোবাসে করে সেখানে আসে। ৫ জন গাড়ি থেকে নেমে মেহেদীকে টেনেহিঁচড়ে তুলে নেয়।

ঢাকার সাভারে নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।

এসব তথ্য রোববার নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির।

তিনি জানান, আশুলিয়ার ইউনিক এলাকায় নাম্বান ওয়ান স্মার্ট ফার্নিচার অ্যান্ড ডোর নামে নিজ দোকান থেকে গত ২২ নভেম্বর সন্ধ্যায় তুলে নেয়া হয় ব্যবসায়ী মেহেদী হাসানকে। পুরো ঘটনা রেকর্ড হয় দোকানের সিসিটিভি ক্যামেরায়। পরদিন মেহেদীকে অপহরণের অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেন তার স্ত্রী মোরশেদা খাতুন।

গ্রেপ্তার আসামিরা হলেন যশোর জেলার মণিরামপুর থানার কেরতপুর গ্রামের কেরামুন হোসেন সম্রাট, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ধাউরা নয়াপাড়ার আব্দুল আউয়াল, একই থানার আন্দুরার বাবুল মিয়া, পেকুরা গ্রামের রফিকুল ইসলাম ও তার স্ত্রী মোছা. খাদিজা এবং একই জেলার বাসাইল থানার রাসেল মিয়া।

এজাহারে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী মেহেদী হাসান মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পশ্চিম কলিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি আশুলিয়ার শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন। উত্তর গাজীরচট এলাকার মনির মণ্ডলের বাড়ির নিচতলায় দোকান ভাড়া নিয়ে ফার্নিচারের ব্যবসা করেন।

এজাহার অনুযায়ী, গত ২২ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি ও তার কর্মচারী ইউসুফ আলী দোকানেই ছিলেন। এ সময় ৬ থেকে ৭ জন সাদা হায়েস মাইক্রোবাসে করে সেখানে আসে। ৫ জন গাড়ি থেকে নেমে মেহেদীকে টেনেহিঁচড়ে তুলে নেয়। পরদিন সন্ধ্যায় তার স্ত্রীকে কল করে মেহেদী জানান, তাকে অপরিচিত স্থানে আটকে রাখা হয়েছে।

এসআই আল মামুন কবির নিউজবাংলাকে বলেন, ‘ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গতকাল (শনিবার) রাতে ৬ জনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃতকে উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর