বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ হাসিনা আমাদের একমাত্র সেনাপতি: আমু

  •    
  • ২৭ নভেম্বর, ২০২২ ২২:৫৬

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমির হোসেন আমু বলেন, ‘আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে শেখ হাসিনার নেতৃত্বে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।’

আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘শেখ হাসিনা আমাদের একমাত্র সেনাপতি। তার নির্দেশ অনুযায়ী আমরা চলব। তিনি যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কমিটি ঘোষণা করা হবে। কে সভাপতি আর কে সাধারণ সম্পাদক এটা আমাদের দেখার বিষয় নয়।’

রোববার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন।

পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ চত্বরে এই সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আমির হোসেন আমু বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিলেন- বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধের বিচার করে বাংলাদেশকে পাপমুক্ত করবো। তিনি অসীম সাহসিকতার সঙ্গে সে কাজটি করেছেন।

‘শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ ছিল কণ্টকাকীর্ণ। প্রতিটি পদক্ষেপে ছিল মৃত্যুর ঝুঁকি। ১৯বার তার প্রাণনাশের চেষ্টা হয়েছে। তিনি পিছপা হননি। অকুতোভয়ে এগিয়ে গেছেন। আজ তিনি সফলতা এনেছেন।’

নেতাকর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগের এই বর্ষীয়াণ নেতা বলেন, ‘আজ আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন কেন্ত্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, সংসদ সদস্য আমিরুল আলম মিলন ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান মালেক।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে জেলা শিল্পকলা একাডেমিতে কাউন্সিলে এ কে এম আউয়ালকে সভাপতি ও এম এ হাকিম হাওলদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ বিভাগের আরো খবর