বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের সিদ্ধান্ত স্থগিত

  •    
  • ২৭ নভেম্বর, ২০২২ ১৩:২৪

আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘এখন যেহেতু আমরা সাশ্রয় করছি, এখন দুটো বিভাগ করতে গেলে অনেক খরচ হবে। এ কারণে এখন আপাতত এটাকে স্থগিত করা হয়েছে।’

ব্যয় সংকোচন নীতির কারণে দেশে পদ্মা ও মেঘনা নামে নতুন দুটি বিভাগ গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘এখন যেহেতু আমরা সাশ্রয় করছি, এখন দুটো বিভাগ করতে গেলে অনেক খরচ হবে। এ কারণে এখন আপাতত এটাকে স্থগিত করা হয়েছে।’

বাকি ৪টি এজেন্ডা অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।

রোববারের নিকার সভায় মোট আলোচ্যসূচি ছিল ছয়টি। এর মধ্যে প্রথম দুটিই ছিল পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের প্রস্তাব।

এ দুটি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন হলে দেশে বিভাগের সংখ্যা হতো ১০টি। তখন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আয়তন ছোট হয়ে যাবে।

প্রস্তাব অনুযায়ী ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী আলাদা করে গঠন হওয়ার কথা ছিল পদ্মা বিভাগ। আর চট্টগ্রাম বিভাগকে ছেঁটে ফেলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠন করার কথা ছিল মেঘনা বিভাগ।

দেশে এখন পর্যন্ত যে আটটি বিভাগ রয়েছে তার প্রতিটিই অঞ্চলের প্রধান জেলার নামে করা হয়েছে, তবে এ রীতি ভেঙে প্রথমবারের মতো জেলার নাম ছাড়া প্রশাসনিক ইউনিটের নামের প্রস্তাব আসে।

অন্য প্রস্তাব

দুই বিভাগ গঠন ছাড়াও কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ঝাউনিয়া পুলিশ ক্যাম্পকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নামকরণের প্রস্তাব করা হয় নিকার সভায়।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পৌরসভা গঠন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা ও বোয়াইল ইউনিয়নের বিরোধপূর্ণ অংশ বিয়োজন করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সংযোজন করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন এবং ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাবও তোলা হয়। এ প্রস্তাবগুলোর অনুমোদন দেয় নিকার।

এ বিভাগের আরো খবর