ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-বাবা ও তাদের মাদ্রাসাপড়ুয়া মেয়ে নিহত হয়েছেন।
রোববার সকালে মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দেয়ার সময় হানিফ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মা হাফিজা বেগম। গুরুতর আহত বাবা মাসুদ রানাসহ ওই দম্পতির ১৪ বছরের মেয়ে সিমিকে হাসপাতালে নেয়ার এক ঘণ্টা পর মারা যান।
ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কলেজ পাড়া এলাকার বাসিন্দা।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সকালে মেয়েকে মাদ্রাসায় রাখতে একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন মা-বাবা। বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মা মারা যান।
‘স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে এক ঘণ্টার ব্যবধানে তারাও মারা যান।’