চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
উপজেলার বাগানবাড়ি খাগুরিয়ায় শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন বাইক আরোহী ২৫ বছর বয়সী শান্ত মিয়াজী ও ২৪ বছর বয়সী মো. রাশেদ এবং ট্রলির সহকারী ৩০ বছর বয়সী সেলিম মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, শনিবার রাতে উপজেলার বেলতলী থেকে শান্ত, রাশেদ ও তানভীর মোটরসাইকেলে করে খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশেদের।
তিনি আরও জানান, আহত বাইক আরোহী ও ট্রলির সহকারীকে শুরুতে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক শান্ত ও সেলিমকে মৃত বলে জানান। পরে গুরুতর আহত তানভীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।