বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক

  •    
  • ২৬ নভেম্বর, ২০২২ ২৩:২৫

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘রাজশাহী বিভাগে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতেই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তবে পরিবহন চলাচল বন্ধ করে সমাবেশে জনস্রোত রুখতে পারবে না সরকার।’

রাজশাহী অঞ্চলে ১ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘট ডেকেছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ। ৩০ ডিসেম্বরের মধ্যে ১১ দফা দাবি সমাধান না হলে ডিসেম্বরের প্রথম দিন থেকে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় নাটোর শহরে এক কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির নেতারা। সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব লিখিত বক্তব্য পাঠ করেন।

সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ ও পুলিশের হয়রানি বন্ধ করাসহ ১১ দফা দাবি তুলে ধরেছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ।

সভায় অন্যান্যের মধ্যে শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগের আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ নাটোর, রাজশাহী, নওগাঁ ও বগুড়া জেলার পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

মালিক-শ্রমিকদের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

এই পরিবহন ধর্মঘট ঘোষণার প্রতিক্রিয়ায় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘রাজশাহী বিভাগে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতেই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আওয়ামী লীগের অবৈধ সরকারকে সহযোগিতা করতে এ ধরনের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা। তবে রাজশাহী বিভাগে বিএনপির সমাবেশ দেশের সবচেয়ে সফল এবং বৃহত্তর হবে। পরিবহন চলাচল বন্ধ রেখে সমাবেশে জনগণের স্রোত রুখতে পারবে না সরকার।

প্রসঙ্গত, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ কর্মসূচির ঘোষণা রয়েছে।

এ বিভাগের আরো খবর