বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বর্ণ চোরাচালান: তিন ভারতীয়সহ আটক ১২

  •    
  • ২৬ নভেম্বর, ২০২২ ২১:৫৬

দর্শনাগামী পূর্বাশা পরিবহন ও রয়েল পরিবহনের দুটি বাসের ১২ যাত্রীকে আটক করে পাঁচজনের পায়ুপথ ও সাতজনের লাগেজের হ্যান্ডল বার, মানিব্যাগ ও কাঁধ ব্যাগের বিভিন্ন অংশে লুকানো মোট ৭ হাজার ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

স্বর্ণ চোরাচালানের সময় রাজধানীতে তিন ভারতীয় নাগরিকসহ ১২ জনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। তাদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে যে ২৫ নভেম্বর রাত সাড়ে ১০টায় রাজধানীর মিরপুরে মাজার রোড থেকে বাবুবাজার ব্রিজ হয়ে দর্শনাগামী পূর্বাশা পরিবহন ও রয়েল পরিবহনের যাত্রীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে।

‌গোপন এই সংবাদের ভিত্তিতে সংস্থার উপ-পরিচালক সানজিদা খানমের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দাদের দুটি দল বাস দুটিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুলকুটিয়া এলাকায় থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন কয়েক যাত্রীকে জিজ্ঞাসাবাদও করা হয়। পরে সন্দেহভাজন যাত্রীদের শরীরে এক্স-রে পরীক্ষা করে ১২ জনের কাছে স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক।

পূর্বাশা পরিবহন ও রয়েল পরিবহনের যাত্রীদের কাছে পাওয়া যায় চোরাচালানের স্বর্ণ। ছবি: নিউজবাংলা

আটকদের ৫ জনের পায়ুপথ ও ৭ জনের লাগেজের হ্যান্ডল বার, মানিব্যাগ ও কাঁধ ব্যাগের বিভিন্ন অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মোট ৭ হাজার ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। তাদের কাছে এসব স্বর্ণ আমদানি বা কেনার সপক্ষে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

আটক তিন ভারতীয় নাগরিক হলেন- নবী হুসাইন, শাহাজাদা ও মোহাম্মদ ইমরান। অন্যরা হলেন- রাহাত খান, মোহসিন আল মাহমুদ, কাজী মামুন, সৈয়দ আমীর হোসেন, শামীম, মামুন, বশির আহমেদ কামাল, মামুন সরকার এবং আতিকুর রহমান মীনা।

এ বিভাগের আরো খবর