ক্ষমতাসীন সরকারকে সময় থাকতে কেটে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘আব্বাস উদ্দীনের একটি গান আছে আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না। এই গান এখন সবাই গায়। ভালোয় ভালোয় কেটে পড়ুন, নয় তো ভয়ানক পরিণতি হবে।’
শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ভোলায়, ব্রাহ্মণবাড়িয়ার অনেক ভাই প্রাণ দিয়েছেন। তাদের খুনের বিচার, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, ৩৫ হাজার মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে এই মহাসমাবেশ।’
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়নকে বিনা কারণে গুলি করে হত্যা করা হয়েছে দাবি করে ফখরুল বলেন, ‘তার কোনো দোষ ছিল না। নয়নের বুকে প্রতিবাদের আগুন জ্বলেছিল। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। গোটা দেশবাসী আজ মুক্তি চায়।’
সভাস্থলে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘২০১৪ সালে কেউ ভোট দিতে যায়নি। ২০১৮-তে আগের রাতেই ভোট চুরি করেছেন। তিনি নাকি আবার ক্ষমতায় যাবেন! যশোরের জনসভায় তিনি বলেছেন- আওয়ামী লীগ আসলে জনগণ শান্তি পায়।
‘আপনারা কি শান্তি পান?’
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে ফখরুল বলেন, ‘একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সুখী বাংলাদেশ দেখার জন্য দেশ স্বাধীন করেছিলাম। স্বাধীনতার ৫০ বছরে এসেও মানুষ আজ খাবারের জন্য দৌড়ায়।’
বর্তমান সরকার ইভিএম কারচুপির মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায় দাবি করে নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা-কর্মীদের নামে অতীতের মতো গয়েবি মামলা দেয়ারও অভিযোগ করেন দলটির মহাসচিব।
তিনি বলেন, ‘এতে করে কি ১০ তারিখ সমাবেশ বন্ধ করতে পারবে? পারবে না।’
‘আমাদের কথা পরিষ্কার। আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করব।’
বরাবরের মতো বক্তব্যে রিজার্ভের বিষয়টিও সামনে আনেন ফখরুল। তিনি বলেন, ‘রিজার্ভ নিয়ে কথা বলে। রিজার্ভ খেয়ে ফেলেছে। চিবিয়ে খায়নি, গিলে ফেলেছে।
‘বিশেষজ্ঞরা বলছে আগামী তিন মাস ব্যয় বহন করার মতো রিজার্ভ নাই। তারা সব খেয়ে ফেলেছে। গত ১০ বছরে তারা ৮৬ লাখ কোটি টাকা পাচার করেছে।’
এমন কোনো দ্রব্য নাই যার দাম বাড়েনি। তাদের লোকদের টাকা বেড়েছে। শতকরা ৪২ জন লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে।’
বক্তব্যের শেষ দিকে ফখরুল বলেন, ‘আমাদের নেতা ৮ হাজার মাইল দূর থেকে ডাক দিয়েছেন। টেক ব্যাক বাংলাদেশ।’