মাদারীপুরে নিখোঁজের তিন দিন পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার একটি বাগান থেকে শুক্রবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৪ বছর বয়সী মৌসুমি আক্তার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী এলাকার বাসিন্দা। তিনি ওই একই এলাকার সৌদিপ্রবাসী ইলিয়াস মীরার স্ত্রী।
স্বজনরা জানান, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার দুটি শিশু সন্তান রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, বুধবার বিকেলে মৌসুমি তার বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে দাদির বাড়ির উদ্দেশে বের হন। দাদির সঙ্গে দেখা করে আর বাড়িতে ফেরেননি মৌসুমি।
পরে তার সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ করে তার পরিবার। কোথাও মৌসুমির সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার তার পরিবার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।
নিখোঁজের তিন দিন পর শুক্রবার সন্ধ্যায় উত্তর দুধখালী এলাকার একটি বাগানে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে জানালে রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
নিহতের খালাতো বোন তানজিলা আক্তার বলেন, ‘আমার বোনকে শ্বাসরোধে হত্যা করে গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু কারা এ কাজটা করেছে, তা আমরা বুঝতেছি না। আমার বোনের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। তবুও আমার বোনকে নৃশংসভাবে হত্যা করা হলো।
‘যারা আমার বোনকে হত্যা করেছে, তাদের ধরতে আমরা পুলিশের সহযোগিতা চাই। আমরা আইনের কাছে ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাই।’
ওসি মনোয়ার হোসেন বলেন, ‘মরদেহ গলায় রশি প্যাঁচানো অবস্থায় ভাঙা গাছের ডালের সঙ্গে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি খুবই রহস্যজনক। পুলিশ আসল সত্য বের করবে। একই সঙ্গে অপরাধীদের ধরতে কাজ করছে।’