লালমনিরহাটের পাটগ্রামে ভুলে কীটনাশক মেশানো চা পান করে অসুস্থ হয়ে পড়েছেন ১২ জন।
উপজেলার শ্রীরামপুরে শুক্রবার সন্ধ্যায় এক বিয়েবাড়িতে এ ঘটনা ঘটে।
ওই ১২ জনের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পাঁচজন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, চা বানানোর সময় ভুলে পাতার বদলে এর মতো দেখতে কীটনাশক দেয়া হয়। সেই চা পান করে অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।
বিয়েবাড়ির কনেপক্ষের কয়েকজন জানান, শ্রীরামপুরের রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে একই উপজেলার পানবাড়ি এলাকার আবদুস ছালামের ছেলে মো. রিপন আলীর বিয়ে ঠিক হয়। শুক্রবার দিনভর চলে রান্নার কাজ। রান্নার ফাঁকে চায়ের আয়োজন করা হয়। সেই চা পান করে মেয়েপক্ষের ১২ জন অসুস্থ হয়ে পড়েন।