রাজধানীর শাহবাগ থানা এলাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই জনের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। তাদের একজন ভবঘুরে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এর একটি পাওয়া যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বারান্দায়, একটি মরদেহ পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
শুক্রবার বিকেলে ঢাকা মেডিক্যালের বহির্বিভাগের আলট্রাসনোগ্রাফির কক্ষের বারান্দা থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়।
সেখানকার পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি। বলেন, ‘আমরা শাহবাগ থানাকে জানিয়েছি। সিআইডি ক্রাইম সিন আসলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যেতে পারে।’
অপর মরদেহটি পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাসেল টাওয়ারের বিপরীত পাশ থেকে। তার বয়স আনুমানিক ৩২। তার নাম, ঠিকানা জানে না কেউ। তিনি ওই এলাকায় ঘুরে বেড়াতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
বুধবার রাতে মরদেহটি উদ্ধার করেন শাহবাগ থানার উপ পরিদর্শক দীপক বালা। তিনি বলেন, ‘আমরা লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি চিত অবস্থায় লুঙ্গি দিয়ে মুখ ঢাকা। পরে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠান হয়।’
আশেপাশের লোকদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, ‘এই যুবক এখানে থাকতেন। তিনি এখানেই ঘুমাতেন এবং মাদকাসক্ত ছিল বলে জানতে পেরেছি।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে অতিরিক্ত ঠান্ডার কারণে তার মৃত্যু হতে পারে।’