নওগাঁর সাপাহারে ধানবোঝাই ট্রলির চাকার নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার ত্রিশুলডাঙা নামের এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১০ বছর বয়সী আমান উপজেলার ত্রিশুলডাঙা গ্রামের শরিফ হোসেনের ছেলে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে আমান বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে একটি মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। বেলা ১১টার দিকে ধানবোঝাই ট্রলি দেখে আমানসহ তার কয়েকজন বন্ধুরা সেটির পেছনে দৌড়াতে থাকে। পথে ওই ট্রলির চাকা মাটিতে দেবে গেলে চালক ট্রলিটি পেছনে নেয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ ট্রলিটি পেছন দিকে চলে এলে ট্রলির পেছনের চাকায় চাপা পড়ে আমান। এতে সে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে ট্রলিটির চালক আমানের চাচা আরিফ হোসেন ঘটনাস্থল থেকে ভাতিজা আমানকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি হুমায়ুন কবির বলেন, ‘নিহত শিশু ও ট্রলিটির চালক সম্পর্কে চাচা-ভাতিজা। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’