গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘মোশারফ কম্পোজিট মিলের তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ১০টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সকাল ৯টা ৫ মিনিটে কম্পোজিট মিল কারখানায় আগুনের সংবাদ পাই। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি।’
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের পোশাক কারখানার তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রায় পৌনে দুই ঘণ্টা পর ১০টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল ৯টার দিকে ওই কারখানায় আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মোশারফ কম্পোজিট মিলের তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ১০টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সকাল ৯টা ৫ মিনিটে কম্পোজিট মিল কারখানায় আগুনের সংবাদ পাই। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি।’