বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ আইওআরএ

  •    
  • ২৪ নভেম্বর, ২০২২ ২৩:৩৬

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সম্পদের প্রতি অনেকেরই নজর রয়েছে। এই অঞ্চলের সম্পদ যাতে আঞ্চলিক দেশগুলো টেকসইভাবে আহরণ করতে পারে, সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে সবাই একমত পোষণ করেছে।’

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সম্পদ যাতে বেহাত না হয় এবং এই সম্পদ আহরণ যাতে টেকসই হয় সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে ঐকমত্যে পৌঁছেছে ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জোটভুক্ত দেশগুলো।

পাশাপাশি এখন থেকে এই জোটে বাংলাদেশের অনুরোধে জলবায়ু পরিবর্তন জনিত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সম্পদের প্রতি অনেকেরই নজর রয়েছে। এই অঞ্চলের সম্পদ যাতে আঞ্চলিক দেশগুলো টেকসইভাবে আহরণ করতে পারে, সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে বৈঠকে সবাই একমত পোষণ করেছে।

‘এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এক দলের হাত থেকে আরেক দল নেয়ার অনেক প্রচেষ্টা চলছে। তাই আমরা আজকের বৈঠকে নিরাপদ উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠা ইস্যুতে একমত হয়েছি। যাতে অবৈধ মাছ আহরণ, সমুদ্রে দস্যুগিরিসহ বেআইনি কাজকর্ম বন্ধ করা যায়।’

সমুদ্র নিরাপত্তা, সমুদ্র বাণিজ্য, দুর্যোগ প্রতিরোধ, মৎস্য ব্যবস্থাপনা, পর্যটন, নীল অর্থনীতি ইত্যাদি ইস্যুতে পারস্পরিক সম্পর্ক বাড়াতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয় আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের সম্মেলন।

এই সম্মেলনে ১৬ দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ মোট ১৪১ জন বিদেশি প্রতিনিধি অংশ নেন।

২৪ নভেম্বর আইওআরএ ‘কমিটি অফ মিনিস্টার্স’ বা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ২২-২৩ নভেম্বর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের (সিএসও) বৈঠক হয়।

আইওআরএ সম্মেলনে সমুদ্র নিরাপত্তা, সমুদ্র বাণিজ্য, দুর্যোগ প্রতিরোধ, মৎস্য ব্যবস্থাপনা, ট্যুরিজম, ব্লু ইকোনমি ইত্যাদি ইস্যু প্রাধান্য পেয়েছে।

এ বিভাগের আরো খবর