লক্ষ্মীপুরে জেলা ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটায় সংগঠনটির পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।
শহরের গোহাটা রোডে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।
মিছিলটি গোহাটা সড়ক ঘুরে বাজারের দিকে আসতে গেলে বাধা দেয় পুলিশ। এতে পুলিশ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
এ অবস্থায় মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করলে আহত হন ছাত্রদলের পাঁচজন নেতা-কর্মী।
আহতরা হচ্ছেন সাজ্জাদ হোসেন শুভ, আশরাফ হোসেন, নোবেল, শাহীন ও শহীদুল ইসলাম। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মিছিলটি বাজারের দিকে যেতে চাইলে বিনা উসকানিতে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে নেতা-কর্মীদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন ছাত্রদলের নেতা-কর্মী আহত হয়।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা বিশৃঙ্খলা করতে চাইলে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’