যশোরে জনসভার আগে বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাহিনীর ৮১তম বাফা কোর্স ও ডিরেক্ট অ্যান্ট্রি কোর্সের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে বক্তব্য দেয়া শুরু করেন।বিকেল ৩টায় যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন সরকারপ্রধান।
এদিকে পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে উৎসবে মেতেছে যশোরবাসী। শহরের অলিগলি থেকে গ্রামের রাস্তাঘাটে চলছে মাইকিং; টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। নির্মাণ করা হয়েছে তোরণ।
শামস উল হুদা স্টেডিয়ামে সভাস্থলে এরই মধ্যে নৌকার আদলে সভামঞ্চ প্রস্তুত করা হয়েছে। এ মঞ্চের দৈর্ঘ্য ১২০ ফুট ও প্রস্থ ৪০ ফুট। মূল মঞ্চ করা হয়েছে ৮০ ফুট বাই ৪০ ফুট। মঞ্চের পেছনে ৭৬ ফুট বাই ১০ ফুট ব্যানার টানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকে দলে দলে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা ছুটে যান যশোরে।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেন, ‘খুলনা বিভাগের ১০ জেলা থেকে প্রায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে জনসভায়। ইতোমধ্যে ৪০০ সদস্যের স্বেচ্ছাসেবক কমিটি করা হয়েছে। তারা সমাবেশস্থল ও জনসভায় আগতদের সহযোগিতা করতে শহরের প্রবেশমুখে থাকবেন।’
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন ও জনসমাবেশে যদি কোনো পুলিশ সদস্য দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যশোর স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর ৫০ বছর পর বৃহস্পতিবার সেই মাঠে ভাষণ দেবেন তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।