বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তরার পথে ৩ দিন সাবধান

  •    
  • ২৩ নভেম্বর, ২০২২ ২১:১৫

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রোববার সকাল ৬ টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

গাজীপুর থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত চলা বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কারণে এই সড়কে নিত্য দুর্ভোগের মধ্যে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত তিন দিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ব্যাপক দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।

বিআরটি প্রকল্পের পক্ষ থেকে এই সময়ে এই সড়ক ব্যবহারের বিষয়ে সতর্ক করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

বুধবার বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রোববার সকাল ৬ টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।’

বিজ্ঞপ্তিতে এই তিন দিন এই করিডোরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

তবে রাজধানীর উত্তর অংশের পাশাপাশি গাজীপুর, বৃহত্তর ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের একটি অংশের সঙ্গে সড়ক পথে যোগাযোগে এই সড়কটির বিকল্প নেই বললেই চলে। উত্তরাঞ্চলের গাড়িগুলো গাবতলী হয়ে চলতে পারে বটে, তবে সেদিকে রুট পারমিটের বিষয় আছে বাসের ক্ষেত্রে। তবে বৃহত্তর ময়মনসিংহ ও গাজীপুরগামী গাড়িগুলোর এই পথের কোনো বিকল্প নেই।

গত কয়েক বছর ধরে এই প্রকল্পের কাজ চলার কারণে এই সড়কে যানজট এক সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। বৃষ্টি হলে টঙ্গীর যানজট প্রায়ই ঢাকার মহাখালী পর্যন্ত ঠেকে। তখন বনানী থেকে উত্তরা যেতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।

এর মধ্যে রাতভর কী ধরনের কাজ করা হবে, যান চলাচল কতটা নিয়ন্ত্রণ করা হবে, এ বিষয়ে বিআরটিএর বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।

জানতে চাইলে ঢাকা মহানগর ‍পুলিশের ট্রাফিক বিভাগের (উত্তরা) উপকমিশনার নাবিদ কামাল শৈবাল নিউজবাংলাকে বলেন, ‘ঢাকায় যারা ঢুকবে, শুধু তাদেরকেই বেশি সতর্ক থাকতে হবে। বিমানবন্দর স্টেশন সংলগ্ন সড়কে একটি অংশ বন্ধ থাকবে এই তিন দিন। আরেকটি অংশে গাড়ি চলবে। যানজট যেন কম হয়, সে জন্য রাতে কাজ করা হবে এবং দুই দিন সাপ্তাহিক ছুটির দিন বেছে নেয়া হয়েছে।’

এতে বিষয়টি নিয়ে নগরবাসীর সহানুভূতি এবং সহযোগিতা চেয়েছে বিআরটি প্রকল্পের কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর